প্রতিটি ছবি যেন একেকটি প্রতিবাদের মশাল ' । Each picture is like a torch of protest. । NEWS 24

Facebook link : 
https://www.facebook.com/share/v/1DWoMewVaJ/
YouTube link : 
https://youtu.be/C7cNuN4iJs4?si=oIfJ53V05uoFp3bD

Text : 

মনে পড়ে সেই সাহসী তরুণ আবু সাঈদের কথা। পুলিশের সামনে বুক চিতিয়ে, অদম্য সাহস নিয়ে, হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিল সে। আবু সাঈদ আজ নেই, কিন্তু তার গল্প, তার লড়াই, তার নিঃস্বার্থ আত্মত্যাগ বেঁচে আছে মানুষের মনের গভীরে। সাহসিকতার সেই গল্পগুলোই যেন নতুন প্রাণ পেয়েছে এসব চিত্রকর্মের মাধ্যমে । 

আপস..

আয়োজকদের মুখে শোনা গেল, এই প্রদর্শনী কোনো সাধারণ শিল্প প্রদর্শনী নয়—এ এক প্রতিবাদের ক্যানভাস। 

ভক্সপপ 

প্রতিটি ছবি যেন একেকটি প্রতিবাদের মশাল। রঙ আর তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে এমন এক বাংলাদেশ, যেখানে অন্যায়কে সহ্য করা হবে না, যেখানে ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত হবে। 

আপস 

তরুণ  চিন্তক সাঈদ আব্দুল্লাহ বলেন, প্রতিটি ছবি যেন একেকটি নীরব প্রতিবাদের গল্প।

ভক্সপপ

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিরাও। তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। 


ভক্সপপ : 

 তরুণ প্রজন্মের কণ্ঠেও ছিল স্বপ্নের কথা, প্রতিজ্ঞার বার্তা।

ভক্সপপ : 

 এই ছবিগুলোই প্রজন্ম  থেকে প্রজন্মে লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে।



পে অফ



Post a Comment

0 Comments